শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমান শিঘ্রই দেশে ফিরবে : মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০১, ২৮ অক্টোবর ২০২৪

তারেক রহমান শিঘ্রই দেশে ফিরবে : মাসুম

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি

নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেছেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শিঘ্রই দেশে ফিরে আসবে। আমরা এ সরকারের কাছে দাবী জানাই। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 

সোমবার (২৮ অক্টোবর) রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালী শেষে একথা বলেন তিনি। এর আগে হাজার হাজার যুবদলের নেতাকর্মীদের নিয়ে তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা তারেক রহমানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে ছাত্রদের পাশে ছিলাম। অভিষ্যতেও যেকোন আন্দোলনে ডাক আসলে নারায়ণগঞ্জ জেলা যুবদল সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকবে।