বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৯, ২ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাদল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। 

শুক্রবার (০১ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর তৈয়াবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

ব্যবসায়ী মোনায়েম হোসেন জানান, মাছিমপুর তৈয়াবাড়ি এলাকার নিজ বাড়িতে ওড়না সেলানো একটি মিনি কারখানা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে এবং কারখানা ৫ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের সঙ্গে ছিলো পিস্তল, রামদা, চাপাতি। পরে ঘরে থানা এক ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এসময় এসব ঘটনা নিয়ে থানা পুলিশ বা বাড়াবাড়ি করতে ব্যবসায়ী মোনায়েম হোসেনকে হত্যার হুমকিও দেয় ডাকাতদল। এ ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ব্যবসায়ী মোনায়েম হোসেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।