বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমান নির্দেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যেন সহযোগীতা করি : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৮, ২ নভেম্বর ২০২৪

তারেক রহমান নির্দেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যেন সহযোগীতা করি : গিয়াসউদ্দিন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু র‍্যাব ও পুলিশ দিয়ে রক্ষা করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করি।

শনিবার (২ নভেম্বর) এনায়েতনগর ইউনিয়ন বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি যখন এখানে আসছিলাম। রাস্তার দুই পাশে দেখছিলাম এলাকার স্বতস্ফুর্ত মানুষ আমাকে বরণ করে নিতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন। আমার মনে হয়েছে এই এলাকায় ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। এই আনন্দের কারণ আপনারাও জানেন আমিও জানি।

গত ১৭ বছর শেখ হাসিনা এদেশের মানুষের বুকে পাথরের মত চেপে বসেছিল। ওরা মানুষের মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছিল। মানুষকে স্বাধীন ভাবে কথা বলতে দেয়নি। সতেরো বছর সংগ্রাম করার পর পাঁচ আগষ্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। সেকারণেই বাংলাদেশের মানুষ আজ এত আনন্দিত।

দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এখন বিএনপির ওপর গুরুদায়িত্ব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করে দেশের মানুষকে একটি আদশ দিয়ে গেছেন। স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এ দেশকে কীভাবে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটাই আমাদের সবচেয়ে বড় কাজ এখন।

তিনি আরো বলেন, এ সরকার প্রশাসনকে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ বাহিনীকে শেখ হাসিনা আওয়ামী লীগের বাহিনী বানিয়েছিল। মানুষের ওপর তারা কী স্টিমরোলার চালিয়েছিল আপনারা জানেন। আজ পুলিশ বাহিনীর মনের দৃঢ়তা ভেঙে গেছে। তাই আজ জনগণ থানায় গিয়ে সেবা পায় না। আজ তারা তাদের অবৈধ অর্থ ব্যয় করে চেষ্টা করছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। মানুষ যেন বলে স্বৈরাচারীর সরকার ভাল ছিল। সেজন্যই তারা কাজ করছে।