জামায়াতে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আমীর মমিনুল হক সরকার
জামায়াতে ইসলামী স্বৈরশাসকের সাথে আপোষ করে কখনোই ঈমান ও ইসলামের সাথে মুনাফিকি করতে রাজি হয়নি তাই এর নেতাকর্মীদের উপর নির্যাতনের পাহাড় বলে নারায়ণগঞ্জ পোস্টের সাথে একান্ত সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আমীর মমিনুল হক সরকার মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, স্বৈরশাসকের দেড় যুগে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সমস্ত জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গেলে পুস্তক বের করতে হবে।
বিগত সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মমিনুল হক বলেন, আওয়ামী সরকারের যুদ্ধ শুধুমাত্র জামায়াতে ইসলামী দলের বিরুদ্ধে ছিল না, তার যুদ্ধ ছিল মুসলিম জাতিসত্তা ও ইসলামের বিরুদ্ধে। এ কারণেই তাদের প্রভুদেরকে খুশি করার জন্য ইসলামকে জঙ্গিবাদ এবং মুসলমানদেরকে সন্ত্রাসী প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে।
জামায়াতের উপর হওয়া নির্যাতনের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সমস্ত ধরনের নিয়ম নৈতিকতার তোয়াক্কা না করে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। সে সমস্ত মামলার ফরমায়েশি রায়ের মাধ্যমে জুডিশিয়াল কিল্লিং বাস্তবায়ন করে জামায়াতের পাঁচ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
শুধু জামায়াত নয় আজকে জাতির প্রশ্ন, যে সমস্ত লোকদের বিরুদ্ধে ৭১ সালের পরে প্রায় ৪০টি বছর বাংলাদেশের কোন থানায় সাধারণ একটা অভিযোগ পর্যন্ত ছিল না, হঠাৎ করে ২০১০ সালে এসে কিভাবে তারা এতো বড় অপরাধী হয়ে গেলেন।
আওয়ামী নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্বীকার করে নেন যে তাদের বিরুদ্ধে মামলা এবং ফাঁসির রায় হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এছাড়াও জেলে বন্দি করে কোরআনের পাখি বলে খ্যাত দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো ছয় জন নেতাকে জেলখানায় বন্দী রেখে হত্যা করেছে। পাশাপাশি অসংখ্য নেতাকর্মীকে আয়নাঘরে আটক, শারীরিক-মানসিক নির্যাতন করে চিরতরে পঙ্গু করে দেয়া হয়েছে। প্রায় ৩৫০ নেতা কর্মীকে হত্যা ও গুম করেছে।
মমিনুল হক আক্ষেপ করে বলেন, জামায়াত ইসলামীকে বিগত সরকার সকল ধরনের সাংবিধানিক, নাগরিক, সামাজিক, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে এবং এভাবেই তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের জন্য দেশটিকে একটি কারাগারের পরিণত করেছিল।