বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজ ও অশ্লীলতা বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান নান্নু মুন্সীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:৫০, ৪ নভেম্বর ২০২৪

চাঁদাবাজ ও অশ্লীলতা বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান নান্নু মুন্সীর

অসৈলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আতিকুর রহমান নান্নু মুন্সী

বাংলাদেশ সেনাবাহিনী ও অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির কাজ এবং চাওয়া এক ও অভিন্ন। দীর্ঘদিন যাবত অসৈলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, বেহায়পনা ও অম্লীলতার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। যার প্রতিফলন ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নুতন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। উপরোক্ত কথা গুলো বলেছেন অসৈলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আতিকুর রহমান নান্নু মুন্সী। 

তিনি বাংলাদেশ সেনা বাহিনীকে প্রকৃত ও সাচ্চা দেশ প্রেমিক বাহিনী আখ্যা দিয়ে সেনা বাহিনীকে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, বেহায়পনা ও অশ্লীলতার বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।    

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর ডেমরার বড়ভাঙ্গা এলাকায় নান্নু মুন্সী জামিয়া কারিমিয়া মাদ্রাসায় অসৈলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির ডেমরা থানা শাখার অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

গভা শেষে মাওলানা ইউছুফ আল আহাদকে আমীর ও মাওলানা আব্দুল মালেককে সিনিয়র নায়েবে আমীর এবং মাওলানা সানাউল্ল্যাহকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়াও নায়েবে আমীর হিসেবে রাখা হয়েছে মাওলানা আব্দুল হাই ও মাওলানা নেয়ামত উল্ল্যাকে। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুজ্জামান ও মাওলানা তরিকুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্ল্যাহ ও হায়েজ ফরিদউদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ওয়ায়েজ আল কুরনী, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক হাফেজ মুছা, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, প্রশিক্ষন সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ- প্রশিক্ষন সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম বেলাল। এছাড়াও সদস্য হিসেবে রাখা হয়েছে মাওলানা আবু সাইদ ও মাওলানা আব্দুর রহিম হাবিবিকে।