বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৬, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:৫১, ৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিএস মিনারা বেগম ওই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসান (২৩)। সে রূপগঞ্জ উপজেলা বরাব এলাকার ফজলুল হকের ছেলে। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানায়, ২০১৭ সালে নারীকে ধর্ষণের ঘটনায় আসামি   হাসানকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিএস মিনারা বেগম স্যার ওই ঘোষণা করেন। রায় দেয়ার সময় আসামি পলাতক ছিলো।