বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিথ্যা মামলা হামলা হলে আপনাদের অস্তিত্ব থাকবেনা : আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১২, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:৪৮, ৬ নভেম্বর ২০২৪

মিথ্যা মামলা হামলা হলে আপনাদের অস্তিত্ব থাকবেনা : আশা

আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা জানান, শেখ হাসির আমলে আমরা বারবার কারাবরণ করেছি। সেই ধারাবাহিকতায় যারা আওয়ামী আদর্শ লালন পালন করেন, তারা পাঁচ তারিখের পর আমাদের নামে পাঁচ তারিখের পর মামলা দায়ের করেছেন।

বুধবার (৬ নভেম্বর) একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন পাবার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আইনজীবীরা আমাদের জন্য যারা সেই শেখ হাসিনার আমল থেকে আমাদের জন্য লড়াই করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যুগের পর যুগ ধরে যারা জালাল হাজীর পরিবারের পাশে আছেন আমি তাদের ধন্যবাদ জানাই।

আমাদের নেতাকর্মীদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয়েছে। আমি এসকল মামলা প্রত্যাহারের দাবী জানাই। পাশাপাশি পুলিশ সুপার সাহেবকে বলতে চাই। আপনি দেখেছেন দেশনায়ক তারেক রহমান সারা দেশে যারা লুটপাট চাঁদাবাজির সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নিচ্ছেন। আপনাদের সদর ও বন্দর থানায় বিএনপির নামধারী কিছু নেতা যেভাবে চাঁদাবাজি করছে আপনারা অভিযোগ দেয়ার পরেও ব্যাবস্থা নিচ্ছেন না। 

তিনি আরো বলেন, এই স্বাধীনতার জন্য আমরা আমাদের ভাই আমানতকে হারিয়েছি। লাশের ওপর দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। আরেকটা যদি মিথ্যা মামলা করা হয়, আমাদের কোন কর্মীদের ওপর যদি হামলা করা হয় তাহলে নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের কোন অস্তিত্ব থাকবে না।