শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আ.লীগ নেই, মামলাগুলোর জামিন করাচ্ছে কারা : আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৩, ৭ নভেম্বর ২০২৪

আ.লীগ নেই, মামলাগুলোর জামিন করাচ্ছে কারা : আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, আমরা বুক ফুলিয়ে বলতে পারি পাঁচ তারিখের পর আমরা বা আমাদের কর্মীরা কোথাও চাঁদাবাজি করতে যাইনি। পুলিশ আমাদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে আর আমরা যখন সুযোগ পেয়েছি তখন পুলিশকে পাহাড়া দিয়েছি। কারণ এই পুলিশ অপব্যবহৃত হয়েছে। আমরা সরকারি স্থাপনা পাহাড়া দিয়েছি কারণ এগুলো জনগণের সম্পদ। আর আপনারা বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি করেছেন। হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, সেই হাসপাতালের বিলও দেননি তিনি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি 

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ও জিয়াউর রহমানকে মুক্ত করার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন ঘটেছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা সেই নেতার সৈনিক যিনি বলেছিলেন উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই আদর্শকে জানা ও বুকে ধারণ করার মধ্যে তফাৎ রয়েছে। আমরা অনেক লোককে দেখতে পাচ্ছি যারা মুখে শহীদ জিয়ার আদর্শের কথা বললেও কার্যক্রম সম্পূর্ণ উল্টো। 

তিনি আরও বলেন, কোর্টে তো আওয়ামী লীগের কোন উকিল নেই। তাদের সকলেই এখন হত্যা মামলার আসামি। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা লড়বে কে। এ মামলাগুলো করল কারা আর এ মামলায় জামিন করাচ্ছে কারা। আমরা আদর্শিক কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তবে কোর্টে একদল লেদা জন্মেছে, তারা কোর্ট থেকে আওয়ামী লীগের উকিলদের ভাগাচ্ছে বানিজ্যিক কারণে। আমরা আদর্শিক সৈনিক আর ওরা হল বানিজ্যিক সৈনিক। তেল আর পানি যেমন একসাথে মেলে না তেমন তাদের সাথে আমাদের মেলার সুযোগ নেই।

তারা কথায় কথায় বলে সতেরো বছর, আন্দোলন না করলে কী জ্বীন ভুতে কারাগারে নিয়েছে। ২০১৪ সালে আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন আপনারা নতুন দলে যোগ দেয়ার পাঁয়তারা করছিলেন। আমরাই ছিলাম আমরাই থাকবো। কোর্ট প্রাঙ্গনে প্রমান পেয়েছেন নারায়ণগঞ্জের কারা।