বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দলের দুর্দিনের কর্মীদের খুজে পাওয়া যায় না নব্য বিএনপির ভীড়ে : শ্যামল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৪, ৭ নভেম্বর ২০২৪

দলের দুর্দিনের কর্মীদের খুজে পাওয়া যায় না নব্য বিএনপির ভীড়ে : শ্যামল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কলেজ ছাত্র সংসদের সাবেক ও নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মেহেদী হাসান শ্যামল বলেছেন, আজ বিএনপির নামে যে অপপ্রচার হচ্ছে, বিভিন্ন দখল সন্ত্রাসের কথা বলা হচ্ছে, দলের নাম ব্যাবহার করে যারাই ভূমিদস্যুতায় জড়িত হচ্ছে এর সাথে কখনোই বিএনপির সাচ্চা ত্যাগী কর্মীরা জড়িত না। এরা নিশ্চিত দলের অনুপ্রবেশকারী। আজ দলের দুর্দিনের কর্মীদের খুজে পাওয়া যায় না নব্য বিএনপির ভীড়ে। যেই সমস্ত নেতারা আর্থিক সুবিধার বিনিময়ে এইসব অনুপ্রেবশকারীদের স্থান দিচ্ছে। যারা নিজেদের মিছিল বড় করতে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দিচ্ছে এদের চিহ্নিত করতে হবে দলের দায়িত্বশীল নেতাদের যারা নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতৃত্ব আছেন। 

তিনি আরও বলেন, অন্যায়কারী আর অনুপ্রেবেশকারী সন্ত্রাসীদের মদদদাতা যত বড় নেতাই হউক না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া সময়ের দাবি। ভোগীদের ভীড়ে ত্যাগীরা যেন হারিয়ে না যায় এটা নিশ্চিত করতে হবে দলের নেতৃত্বকে। মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষের আশা আকাঙ্ক্ষা যেন ভূলন্ঠিত না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

বিগত ১৬ বছর নারায়ণগঞ্জসহ সারাদেশে যে পরিমাণ গুম খুন জুলুম নিপীড়ন হত্যার শিকার হয়েছে বিএনপি, তারপরও দলের জন্য নিবেদিত কর্মীরা দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে গেছে দেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যার ফলশ্রুতিতে দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে আর এই আন্দোলনের ভিত্তি বিএনপিই প্রতিষ্ঠা করেছিল, যার সুফল আজকে সারাদেশের জনগন ভোগ করছেন। 

তিনি আরও বলেন, আজকে এই দীর্ঘ সময় যারা রাজপথে নিজেদের জান মাল এবং সময় দিয়ে দলের জন্য কাজ করেছেন তাদের মূল্যায়ন হওয়া সময়ের দাবি কিন্তু পরিতাপের বিষয় বিএনপির কিছু পদধারী নেতারা নিজেদের বলয়কে ভারী করার জন্য আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিএনপিতে ভিড়াচ্ছেন যার ফলশ্রুতিতে দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা আজকে বঞ্চিত এবং লাঞ্ছিত হচ্ছেন অনুপ্রবেশকারীদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে।