ফাইল ছবি
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এ র্যালি শুরু হয়। র্যালিতে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
এ কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাপক শোডাউন করেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। তাঁর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন যাত্রাবাড়ী ও ডেমরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন জুমআ বাদ রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিশাল মিছিল নিয়ে নবীউল্লাহ নবী নয়াপল্টনের জনস্রোতে মিলিত হন। এসময় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে ফেস্টুন-প্ল্যাকার্ডে সুসজ্জিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগোনে প্রকম্পিত হয় রাজপথ।
র্যালি শুরুর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে র্যালিটি নয়াপল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।