বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আ.লীগ আজ ট্রাম্পের ছবি দিয়ে বাঁচার চেষ্টা করছে : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৯, ১০ নভেম্বর ২০২৪

আ.লীগ আজ ট্রাম্পের ছবি দিয়ে বাঁচার চেষ্টা করছে : রাজীব

ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, আওয়ামী লীগ আজ ট্রাম্পের ছবি দিয়ে বাঁচার চেষ্টা করছে। কত হাস্যকর একটা ব্যাপার। 

রোববার (১০ নভেম্বর) মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, সত্যি কথা বলতে ছাত্রলীগের নৈতিক জোর নাই। আমরাও খুব বিরুদ্ধ পরিবেশে প্রোগ্রাম করেছি। করতে পেরেছি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আমাদের একটা ঈমানের জোর ছিলো, একটা নৈতিক জোর ছিলো। কিন্তু সেটা আওয়ামী লীগের নেই, ছাত্রলীগের নেই, তাদের বহুকাল ভুগতে হবে।

তিনি আরও বলেন, একমাত্র নিরপেক্ষ সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় তাদেরকে ডিল করতে হবে।