ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, এই পদযাত্রা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে। শক্ত হাতে তাদের মোকাবিলা করতে হবে। তারা যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
রোববার (১০ নভেম্বর) রূপগঞ্জের বিএনপির পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যতদিন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে। যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন আমাদের এই লড়াই চলবে। আর আমাদের এই লড়াইয়ে নেতৃত্ব দিবেন তারেক রহমান। তার জন্য আমাদের আরও সংগ্রাম করতে হলে আমরা করবো।