ফাইল ছবি
নারায়ণগঞ্জে মহানগর ও জেলা যুবদল সহ দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলের নামে লাগানো সমস্ত ব্যানার আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
এসময় নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, ফেস্টুন সরিয়ে নেয়া না হলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এ ঘটনার পরপর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতারা কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে সমস্ত ব্যানার সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।