বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় যুবদল-যুবলীগের সংঘর্ষ, আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৯, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৩৪, ১৬ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় যুবদল-যুবলীগের সংঘর্ষ, আটক ৮

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবদল নেতার ওপর হামলার ঘটনাকে ঘিরে দাউদপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আকরামের অনুসারীদের সাথে ও যুবলীগ নেতা তৌহিদ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় দাউদপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি তৌহিদ মিয়াকে (৪২) গ্রেপ্তার ও ৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আটকরা হলেন- আলাল উদ্দিন ( ৩২), মোঃ তারেক (১৮), বেলায়েত হোসেন (২৪), মোশারফ হোসেন (৩৪),  রাসেল মিয়া ( ৩২), কাউসার ( ৪০), মোঃ ফোরকান মিয়া (৩৮), মোঃ হারিছ উদ্দিন (৪৫), 

সংঘর্ষের ঘটনায় তৌহিদ গ্রুপের হাসান আলী ও আকরাম গ্রুপের শান্তকে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা ও গাজীপুর জেলার কালীগঞ্জ পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন কলিঙ্গা এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে দাউদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শান্তকে (২৪) আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ১৫ নভেম্বর শান্ত জামিন নিয়ে তার নিজ বাড়িতে আসার সময় তৌহিদ গ্রুপের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।

এদিকে হামলার খবর পেয়ে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা তৌহিদের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবলীগ নেতা তৌহিদের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।