মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোলাব ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৫, ২২ নভেম্বর ২০২৪

ভোলাব ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল

খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী এবং মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দখলবাজের বিরুদ্ধে রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুমের নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে রুপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন যুবদল। 

শুক্রবার ২২শে নভেম্বর বিকাল ৩টায় ভোলাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা ও ভোলাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ'র নেতৃত্বে ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ফ্যাসিষ্ট শেখ হাসিনা সহ তার সকল দোষরদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান এবং রুপগঞ্জের ভোলাব ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাদাবাজির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

ভোলাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা রাজু আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। রুপগঞ্জের ধানের শীষের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার