শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা নিজের স্ব ইচ্ছায় ভাল হয়ে যান : রিয়াদ চৌধূরী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৬, ২২ নভেম্বর ২০২৪

আপনারা নিজের স্ব ইচ্ছায় ভাল হয়ে যান : রিয়াদ চৌধূরী

রিয়াদ মোহাম্মদ চৌধূরী

রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, দাপা এলাকায় দীর্ঘ ১৭ বছর যাবৎ এ এলাকায় নানামুখি অসামাজিক, অপরাধনূলক কর্মকান্ড পরিচালিত করেছিলো একটি পরিবার,একটি মহল। মাদকে গ্রাস করেছিলো পুরো এলাকা। যারা এ সব করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজের স্ব ইচ্ছায় ভাল হয়ে যান। 

শুক্রবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ সাহারা সিটি মাঠে অনুষ্ঠিতব্য বিপিএল নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলায় ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবিদ হাসান মিলন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যা যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। এ এলাকায় যাতে ইভটিজিং, চাঁদাবাজী, ছিনতাই সহ কোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড না হয় তার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন লেখাপড়া এবং খেলাধুলায় নিজ নিজ সন্তানদের উৎসাহিত করেন। তাহলে দেখবেন সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড কমে আসবে। সমাজ হবে মাদক মুক্ত। আপনাদের পাশে আমি সহ আমাদের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে আছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান,ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন।

বিপিএল নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলে দেন নারায়নগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক।