রোববার, ২৪ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৮, ২৪ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির নেতার নাম ব্যানারে না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

এতে অন্তত ৮ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশিয় অস্ত্র ব্যবহার করে। 

রোববার (২৪ নভেম্বর) বিকেল তিনটার দিকে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থিত দুই অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা ছিলো সোমবার। এ উপলক্ষে রোববার সকাল থেকে ফাইনাল খেলার অনুষ্ঠানের মঞ্চ তৈরি শুরু হয়। এতে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। ওই দিন দুপুরের দিকে মঞ্চে ব্যানার টানানো হলে ব্যনারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে ফেলেন। এ খবর মাসুম শিকারী অনুসারীদের মধ্যে পৌছালে বিকাল তিনটার দিকে দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে আমির হোসেনের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। সংঘর্ষে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০), কাউসার  মিয়া সহ (২৬) অন্তত ৮ জন আহত হয়। 

এদের মধ্যে গুরুতর জখম হওয়ায় মাসুদ মিয়া ও সাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ ব্যপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যপারে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।