বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ঋণের প্রলোভনে গিয়ে জনতার হাতে আটক অনেকে

তুই শামীম ওসমানের লোক নাকি আইভীর লোক?     

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ নভেম্বর ২০২৪

তুই শামীম ওসমানের লোক নাকি আইভীর লোক?     

ঢাকায় ঋণের প্রলোভনে গিয়ে আটক হন এই ব্যাক্তি

নারায়ণগঞ্জ থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা কালে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশ করা বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

এসময় বেশ কয়েকজনকে আটক করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এসময় আটককৃত এক ব্যক্তিকে স্থানীয়রা তুই শামীম ওসমানের লোক? তুই কী আইভীর লোক? এমন প্রশ্ন করতে থাকলে আটক হওয়া ব্যাক্তি বিষয়টি অস্বীকার করে জানান, আমাদের লোন দিবে বলেছে। এক লক্ষ টাকা লোন দিবে বলেছে। আমাদের নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন নামের একজন লোক আমাদের একথা বলে ঢাকা পাঠিয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায় এই ঘটনা ঘটে। 

ঋণের আশায় ঢাকায় আসা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা প্রত্যেককেই বিনা সুদে ঋণ দেয়া হবে বলে ঢাকায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি বাসেই একজন দুইজন করে নেতৃত্ব দিচ্ছিল বলে জানান তারা। তবে বাসগুলো আটকের পরপরই সাধারণ ঋণগ্রহীতা সেজে সটকে পড়েন তারা।

আটককৃতদের বেশিরভাগকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এছাড়াও সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর থেকে ঢাকায় ঋণের কথা বলে নিয়ে যাওয়ার সময়  মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করে পুলিশ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাদের জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তারা। 

এদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি। 

এসময় বাসের যাত্রীদের কাছ থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের লিফলেটে পাওয়া যায়।

লিফলেটে লেখা ছিল- ‘কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। প্রচারে অধ্যাপক  এড. জিয়াউর রহমান ০১৭১১ ৫৪৩৪৩১, মাহবুবুল আসার চৌধুরী ১১৭১১-৭৩৪০১৫।’