চাষাঢ়া গোল চত্বর অবরোধ
নারায়ণগঞ্জে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবীতে শহরের প্রানকেন্দ্র চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাষাঢ়া গোল চত্বর এলাকা অবরোধ করেন তারা।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ চলতে থাকে বিকেল থেকে।
এতে নেতৃত্ব দেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা ও নারায়ণগঞ্জ ইসকন নেতা মানিক চন্দ্র সরকার ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন পাল।
সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ মিছিল নিয়ে চাষাঢ়া এলাকায় এসে সড়ক আটকে দেন জোটের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা। চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি না দিলে এসময় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
জয় শ্রীরাম স্লোগানে এসময় চাষাঢ়ায় সড়ক অবরোধ করে রাখেন জোটের নেতাকর্মীরা।
এর আগে গতকাল রাতেও চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। তবে আন্দোলনকে ভিন্ন খাতে যেন কেউ প্রবাহিত করতে না পারে সে লক্ষ্যে সড়কে যানচলাচল স্বাভাবিক রেখে ও সড়ক অবরোধ না করে আন্দোলন করার কথা বলে সোমবার রাতে চাষাঢ়া এলাকা ত্যাগ করেন তারা।
এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী প্রথমে যান চলাচল স্বাভাবিক রেখে বিক্ষোভ সমাবেশ করলেও বিকেল থেকে চাষাঢ়া এলাকায় সড়কে যানচলাচল বন্ধ করে দেন সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীরা।
বিকেল ৫ টায় সড়ক অবরোধ থেকে ফিরে যান তারা।