শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতা মুকুলের বহিস্কার আদেশ প্রত্যাহারের খবরে উজ্জীবিত তৃনমূল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৪, ২৮ নভেম্বর ২০২৪

বিএনপি নেতা মুকুলের বহিস্কার আদেশ প্রত্যাহারের খবরে উজ্জীবিত তৃনমূল বিএনপি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগরের সদর ও বন্দরের জনপ্রিয় বিএনপি  নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বহিস্কার আদেশ প্রত্যাহারের খবরে উজ্জীবিত হয়ে উঠেছে তৃনমূল বিএনপি  নেতাকর্মীরা। বিএনপি কেন্দ্রীয়  নেতৃবৃন্দের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন করায় তারুন্যের অহংকার তারেক জিয়াসহ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জ্ঞাপনসহ  ধন্যবাদ জানিয়েছে মহানগর বিএনপির তৃনমূল নেতাকর্মীরা।

এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব গণমাধ্যমে এক প্রতিক্রিয়া জানান, নারায়ণগঞ্জ ৫ আসন মানেই সাবেক এমপি মরহুম জালাল হাজী পরিবার। এ আসনে থেকে জালাল হাজী পরিবার সব সময় এমপি হয়ে আসছে। একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে জালাল হাজী পরিবারকে বিএনপি রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালিয়ে আসছিল। জনপ্রিয় নেতা মুকুল ভাইয়ের বহিষ্কার আদেশ শীঘ্রই প্রত্যাহার হওয়ার খবরে নারায়ণগঞ্জ সদর ও বন্দরে তৃনমুল নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।

ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমজাদ হোসেন এক প্রতিক্রিয়া গনমাধ্যমকে জানায়, নারায়ণগঞ্জ সদর ও বন্দরে রাজনিতীকে কালাম সাহেবের পরিবারের কোন বিকল্প নেই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর বিএনপির জনপ্রিয় নেতা মুকুল ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করায় ধামগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিএনপি শীর্ষ নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত কদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতাউর রহমান মুকুল ও শওকত হাসেম শকুর বহিস্কার আদেশ প্রত্যাহারের খবরে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠে।