জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষের ইউনিটি ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত কাজ করছে। তাদের শেখ হাসিনার প্রতি অন্ধ আস্থা আছে, বিশ্বাস আছে। ভারত শেখ হাসিনার দ্বারা লাভবান হয়েছে। মূলত বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করেছে তারাই। সেই কারণে ষড়যন্ত্র করছে। ভারতের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ষড়যন্ত্র বন্ধ করুন, রাষ্ট্র হিসেবে অনেক বড় তবে, প্রতিবেশীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো নেই। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক না করলে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায়। মিলেমিশে বসবাস করতে চায়। আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে ভাই-বোন হিসেবে কাঁধে কাধ মিলিয়ে চলতে চাই। এদেশের উন্নয়নে আমরা কাজ করতে চাই।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নাসিক ২ নং ওয়ার্ডস্থ পশ্চিমপাড়া স্কুল মাঠে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারিত্ব ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগের জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের প্ররোচনায় না পরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে ভারতের প্ররোচনায় এদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সুখে থাকলে ভুতে কিলায়, আপনারা সুখে আছেন, ভুতে যেনো কিলাতে না পারে। সেই ফাঁদে আপনারা পা দিবেন না। এবার দুর্গাপূজা গিয়েছে, আমরা দেখেছি দুর্গাপূজায় ইমাম মোয়াজ্জেম, ধর্মীয় সংগঠন করে তারাসহ বিএনপি আমরা পূজার মণ্ডপগুলা পাহারা দিয়ে রেখেছি। হিন্দুরা যেনো তাদের ধর্মীয় অনুষ্ঠান ঠিক মতো করতে পারে তার লক্ষ্যে আমরা পাহারা দিয়ে রেখেছি। এমন সম্প্রীতির দেশ পৃথিবীর ইতিহাসে নাই। এটা বাংলাদেশে সম্ভব হয়েছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন বলেন, পৃথিবীর অনেক দেশে স্বৈরাচারের পতন হয়েছে। তবে বাংলাদেশের মতো ইতিহাস কোথায় ঘটেনি। এদেশের স্বৈরাচারের প্রধান নিজ থেকে পালিয়েছে। তার দোসররাও পালিয়েছে। তারা পালানোর কারণ হলো বিগত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, মামলা ও হামলা করেছে তাই। আমরা তাদের মতো না।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবালের হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।