বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৭ বছর পর আড়াইহাজারে জামায়াতে ইসলামীর জনসভা  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৪, ২৯ নভেম্বর ২০২৪

১৭ বছর পর আড়াইহাজারে জামায়াতে ইসলামীর জনসভা  

জামায়াতে ইসলামীর জনসভা  

আড়াইহাজারে ক্ষুধা, দারিদ্রমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার পৌরসভার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা সদরে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে  উপজেলার আড়াইহাজার বাজার সংলগ্ন থানার মোড়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জামায়াতে ইসলামীর আড়াইহাজার পৌরসভা সভাপতি মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর জেলা আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারী মো: হাফিজুর রহমান,  জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মোহসীন মিয়া,  উপজেলা দক্ষিণের আমীর মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া, উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা দক্ষিণের সেক্রেটারী  মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা উত্তরের সেক্রেটারী  মোঃ সাইফুল ইসলাম,  ইসলামী ছাত্র শিবির সভাপতি মিরাজ মাহমুদ, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম মোল্লা  প্রমুখ।

এ সময় বক্তাগণ জামায়াতে ইসলামীর সমাজ সেবামূলক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে, দাওয়াতে দ্বীনের প্রসার ঘটাতে হবে, জামায়াতকে গণসংগঠনে পরিণত করে ক্ষুধা, দারিদ্রমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ প্রতিষ্ঠার আহব্বান জনান।