বিক্ষোভ মিছিল
ইসকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও চট্টগ্রামে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
নারায়ণগঞ্জ, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ জুমার নামাজের পর নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিস নেতৃবৃন্দ ইসকনের কার্যক্রমকে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, "ধর্মীয় সংগঠনের ছদ্মাবরণে ইসকন দেশে উগ্রবাদ ছড়াচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তাদের উগ্র আচরণ ও সহিংসতায় প্রাণ দিতে হয়েছে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
সমাবেশে বক্তারা ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শহীদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
খেলাফত মজলিস নেতারা আরো বলেন, "ফ্যাসিস্ট হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারত সরকারের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইসকনকে মদদ দেওয়ারও তীব্র নিন্দা জানাচ্ছি।"
সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের উপস্থিতিতে এবং মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া চত্বর হয়ে ডিআইটিতে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেয়।