ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে বিভক্তি শিরোনামে প্রচারিত সংবাদের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৩০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন যৌথ বিবৃতিতে বিষয়টি জানান।
এসময় বিবৃতিতে তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনা করছি। দলের গঠনতন্ত্র বিরোধী কাজে কেউ জড়িত হলে তাদের শাস্তি হচ্ছে।
এসময় শামীম ওসমানের সাথে আঁতাত করে যারা এতদিন কাজ করেছে সেই শামীম ওসমানের নির্দেশনা এখন তারা আবারও বিএনপি নেতাকর্মীদের বিপথগামী করার চেষ্টা করছে বলে জানান তারা।