ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, তারেক রহমান এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। ওই ফ্যাসিস্টদের পালাতে বাধ্য করেছে।
শনিবার (৩০ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এই কথা বলেন তিনি।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নগরীতে এক র্যালি বের করে। চাষাঢ়া হয়ে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে র্যালিটি আসলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টিপু বলেন, ৭ই নভেম্বর সম্রাজ্যবাদ, আধিপত্যবাদের পতন ঘটেছিল। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। ৭ই নভেম্বরের চেতনায় আমরা উদ্বুদ্ধ।
তিনি বলেন, আজ আমরা ৭ই নভেম্বররের চেতনায় বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিনেও আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। খুনি হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই রাজপথে থাকবো।