স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ
নারায়ণগঞ্জের রুপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে রুপগঞ্জের ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলাইমান হোসেনের নেতৃত্বে শতশত নেতাকর্মীদের মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
এসময় তিনি বলেন, রূপগঞ্জ কোনো মাদকের আখড়া থাকবে না। আর আওয়ামীলীগের গুন্ডা বাহিনীরা কোনো প্রকার নাশকতা সৃষ্টি করলে তা স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মীরা প্রতিহত করবে।