বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যাচাই বাছাই করে দ্রুতই মামলা নিষ্পত্তির সুপারিশ : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৯, ২ ডিসেম্বর ২০২৪

যাচাই বাছাই করে দ্রুতই মামলা নিষ্পত্তির সুপারিশ : ডিসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে টানা ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের হওয়া রাজনৈতিক মামলা নিষ্পত্তিতে দ্রুত সরকার কর্তৃক গঠিত কমিটি সুপারিশ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক।

সোমবার (২ ডিসেম্বর) তিনি একথা জানান। এসময় আবেদন হওয়া এসকল রাজনৈতিক মামলা যাচাই বাছাই করে কমিটি নিষ্পত্তির ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক জানান, ইতোমধ্যে এ আবেদনগুলোর পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে দেয়া হয়েছে। এ সংক্রান্ত সরকার থেকে একটি কমিটি করে দেয়া হয়েছে। আমি সভাপতি ও এসপি, পিপি আছে কমিটিতে। এখন পর্যন্ত আমরা সুপারিশ করিনি। আবেদন হয়েছে, এগুলো যাচাই বাছাই করে কমিটি সুপারিশ করবে। দ্রুতই কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে।