ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দেশেই আছেন এবং সাংগঠনিক কাজে সময় দিচ্ছেন বলে জানিয়েছেন। বিভিন্ন স্থানে প্রচার হওয়া তার বিদেশ যাত্রার খবরকে তিনি নিজে উড়িয়ে দিয়ে বলেন, আমি তো এলাকায় আছি, বাসায়।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি একজন সংগ্রামী নেতা। রাজপথে তার ভূমিকা প্রশংসনীয়। দলের প্রতি আনুগত্য থেকে দলের যেকোন কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে থেকে নজির তৈরী করা রনিতে সন্তুষ্ট কেন্দ্র থেকে স্থানীয় নেতারা।
জানা যায়, ৫ আগস্টের পর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছাচ্ছেন তিনি। দলের জন্য ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে নিয়মিত নেতাকর্মীদের নিয়ে বসছেন বিভিন্ন স্থানে। এরই মাঝে খবর ছড়ায় তিনি দেশের বাইরে মালয়েশিয়া আছেন। এ নিয়ে দলের নেতাকর্মীরা হাসাহাসি করে উড়িয়ে দিয়েছেন এমন ভূয়া ও কাল্পনিক খবর। তাদের মতে, রনির জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে এ ধরনের ভুল তথ্য বিভিন্ন স্থানে ছড়ানোর পাশাপাশী গণমাধ্যম কর্মীদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে একটি মহল।
এ ব্যাপারে জানতে রনির সাথে কথা হলে তিনি বলেন, আমি এলাকায় আছি। রাতে আবার একটি ওয়াজ মাহফিলে যাব। টানা এত বছর বাড়িতে থাকতে পারিনি। বাড়িতেই থাকি এখন। হয়তো কোন ভুল তথ্যে এমন খবর ছড়িয়েছে। এটি সঠিক নয়।