বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভারতীয় দূতাবাসে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৭, ৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ভারতীয় দূতাবাসে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র মজলিস। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শাহনেওয়াজ বলেন, সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দূতাবাসে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দাবি করি, ভারতীয় সরকারকে এ ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কড়া বার্তা দিতে হবে।”

সমাবেশে  ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতি ভারতীয় উগ্রবাদী শক্তির শত্রুতামূলক আচরণ বন্ধ করতে হবে। কোনো স্বাধীন দেশের দূতাবাসে হামলা আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি স্বরূপ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসলামী ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে হামলার প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।