বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিএনপির অফিসে সুমনের পোস্টার ছেড়ায় বিক্ষোভ, থানা ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ৪ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে বিএনপির অফিসে সুমনের পোস্টার ছেড়ায় বিক্ষোভ, থানা ঘেরাও

থানা ঘেরাও করে বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় কার্যালয়ের পোস্টার ছেড়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীরা। এসময় মিছিল শেষে থানা ঘেরাও করে ওসির পদত্যাগ দাবি করেন তারা।

বুধবার (৪ আগষ্ট) দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে থানা ঘেরাও করে ওসির পদত্যাগ দাবি করেছেন নেতাকর্মীরা। 

এসময় আড়াইহাজার বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, আড়াইহাজার থানা প্রদক্ষিণ করে আড়াইহাজার বাজারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফদার আলী, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মনজুরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাহিদসহ দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।  

এ ঘটনার পর থেকে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষন করছে।