বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে ট্রাক ফেলে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০০, ৫ ডিসেম্বর ২০২৪

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে ট্রাক ফেলে সড়ক অবরোধ

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক ড্রাইভার মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেছে ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এসময় শামীমকে মুক্তি না দিলে অবরোধ প্রত্যাহার করা হবেনা বলে জানান শ্রমিকরা।

দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক এলোপাথারি ট্রাক ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা চেষ্টা করছি তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে। আমাদের থানায় কোন আসামি গ্রেপ্তার নেই, শুনেছি ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এটি সদর থানার এলাকাধীন তাই এখানে বিক্ষোভ অবরোধ না করতে বলে হয়েছে।

এদিকে ট্রাক ড্রাইভার মালিক সমিতির আহবায়ক সুজন মিয়া জানান, একজন ট্রাক ড্রইভার ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্তা করা ঠিক হয়নি। আপনারা জানেন টিপুর (মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু) সাথে জোহা পরিবারের সম্পর্ক ছিল। সেই টিপু বিএনপির একজন কর্মীকে এভাবে হেনস্তা করছে, এটা মেনে নেয়া যায় না। আমাদের দাবী ২৪ ঘন্টার মধ্যে টিপুকে বহিষ্কার না করা হলে আমরা নারায়ণগঞ্জে হরতাল ডাকবো।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমি পুলিশের কোন কর্মকর্তা নই এবং আমাকে হত্যাচেষ্টা মামলায় শামীম নামে ঐ ব্যক্তি আসামি নন। আমি কেন তাকে গ্রেপ্তার করাতে যাব। এ নামে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কেউ নেই আমি যতটুকু জানি। বিগত ১৭ বছর তাকে মাঠেও দেখা যায়নি।