বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের খালাস ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামগড় বিএনপি দোয়া

এখন স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব : কাউসার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৫, ৫ ডিসেম্বর ২০২৪

এখন স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব : কাউসার

বিএনপি নেতা আবুল কাউসার আশা

২১ আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় শুকরিয়া আদায় করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দশদনা এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি নেতা আবুল কাউসার আশা বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গত ১৫ বছর যাবত এদেশের মানুষ পরাধীনতার মধ্যে রয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করে। এখন স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।