বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে মাসুম বিল্লাহসহ নেতাকর্মীদের অংশগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৫১, ৬ ডিসেম্বর ২০২৪

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে মাসুম বিল্লাহসহ নেতাকর্মীদের অংশগ্রহণ

সলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ হাজারো নেতাকর্মী নারায়ণগঞ্জ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করেছেন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ২০২৪ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ হয়।

সম্মেলনে মুফতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শিক কাফেলা, যা সাহাবাদের নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজ থেকে বৈষম্য দূর করতে এবং মানুষের ধর্মীয় আকিদা ও বিশ্বাসকে সুরক্ষিত রাখতে সংগঠনটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা পিআর (প্রোপারশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির ভিত্তিতে জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। অতীতের ফ্যাসিবাদী নির্বাচন আমাদের জন্য শিক্ষা। সঠিক সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া জাতীয় ঐক্যের জন্য হুমকি হতে পারে।

সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা বর্তমান দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুকসহ প্রমুখ।