বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রশিদুর রহমান রশু মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৩, ৬ ডিসেম্বর ২০২৪

রশিদুর রহমান রশু মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

দোয়া মিলাদ ও স্মরণ সভা

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশু প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুম রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের আয়োজনে গতকাল শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়ি প্রাঙ্গণে দোয়া মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপি সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, কেন্দ্রীয় যুবদলের কার্যকরি কমিটির সদস্য মমতাজ উদ্দীন মন্তু, নারায়ণগঞ্জ কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, জাহাঙ্গীর প্রধান, মোঃ কালুন, মোঃ জাকির হোসেন, নিজাম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সুলতান খান, নুর ইসলাম খান, মোঃ খসরু, মোঃ হারুন, মোঃ শামিম, মোঃ মতিউর রহমান, রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের সভাপতি বজলুর রহমান, সাবেক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।