বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিবারের কাছে বিদায় নিয়ে ৪ আগষ্ট ছাত্র আন্দোলনে মাঠে নেমেছিলাম : দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৮, ৬ ডিসেম্বর ২০২৪

পরিবারের কাছে বিদায় নিয়ে ৪ আগষ্ট ছাত্র আন্দোলনে মাঠে নেমেছিলাম : দিপু ভূঁইয়া

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, পাঁচ তারিখের আগে যারা ছিল মাঠে তাদের সাহস অন্যরকম। ওরা গুলি করত, আমরা জানতাম না ঘরে ফিরতে পারবো কীনা। আমি চার তারিখে ঘর থেকে বের হওয়ার সময় নামাজ পড়ে পরিবারের সকলের কাছে বিদায় নিয়ে বের হয়েছিলাম। কারণ আমি জানতাম না আর ঘরে ফিরতে পারবো কীনা।

শুক্রবার (৬ ডিসেম্বর) রূপগঞ্জের তারাব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এতদিন রূপগঞ্জকে মাদকের ট্রাফিক পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মাদককে দেখাশোনার জন্য গাজীর দুইজন পিএস ছিল। এই পিএসদের দিয়ে সে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো।

আমি পাঁচ তারিখের পর থেকে রূপগঞ্জ থেকে মাদক সরাতে কাজ করছি। আমি আমার লোক পাঠিয়ে তাদের আস্তানা ভেঙে দেব। ইউএনও সাহেবকে নিয়ে আমরা খালগুলোকে উদ্ধার করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি। বিএনপি সরকার গঠন করলে রূপগঞ্জে আগের মত খাল ফিরিয়ে দেব। যারা পাঁচ তারিখের আগে বিএনপি করেছে তারা সাহস দেখিয়েছে। পাঁচ তারিখের আগের কর্মীদের সকলে চেনে। যারা পাঁচ তারিখের পরে এসেছে তাদের একটু পেছনে থাকতেই হবে। তাদের দেখাতে হবে আমরাও এই দলটাকে একইভাবে ভালবাসি।