তারাব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে উঠান বৈঠক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের তারাব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। উঠান বৈঠকের কর্মসূচি থাকলেও এদিন দিপু ভূঁইয়ার আগমনের খবরে পৌরসভার দুটি ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে উঠান বৈঠকে হাজির হন বিএনপি নেতাকর্মীরা। এতে উঠান বৈঠকটি বিশাল জনসমাবেশে পরিনত হয়।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তারাব এলাকার সাধারণ মানুষ, বৃদ্ধ ও মহিলারাও দলে দলে ছুটে আসেন উঠান বৈঠকে। নিজেদের নানা রকমের চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন তারা।
শুক্রবার (৬ ডিসেম্বর) তারাব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠককে ঘিরে তেমন প্রচার প্রচারণা না থাকলেও সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা উৎসাহ নিয়ে উঠান বৈঠকে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন। দুপুরের পর বৈঠক শুরু হলে স্থানীয় জনসাধারণও উঠান বৈঠকে অংশ নেন। এর মাঝে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
উঠান বৈঠকে দিপু ভূঁইয়া উপস্থিত হলে নিজেদের নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন স্থানীয়রা। এসময় উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের কথা শোনেন দিপু ভূঁইয়া।
উঠান বৈঠকে নিজ বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন, আমি পাঁচ তারিখের পর থেকে রূপগঞ্জ থেকে মাদক সরাতে কাজ করছি। আমি আমার লোক পাঠিয়ে তাদের আস্তানা ভেঙে দেব। ইউএনও সাহেবকে নিয়ে আমরা খালগুলোকে উদ্ধার করার চেষ্টা করছি।
তিনি বলেন, আমি কথা দিচ্ছি। বিএনপি সরকার গঠন করলে রূপগঞ্জে আগের মত খাল ফিরিয়ে দেব। যারা পাঁচ তারিখের আগে বিএনপি করেছে তারা সাহস দেখিয়েছে। পাঁচ তারিখের আগের কর্মীদের সকলে চেনে। যারা পাঁচ তারিখের পরে এসেছে তাদের একটু পেছনে থাকতেই হবে। তাদের দেখাতে হবে আমরাও এই দলটাকে একইভাবে ভালবাসি।