ফাইল ছবি
হে ঈমানদারগণ! তোমাদের কি হল, যখন তোমাদের বলা হয়, আল্লাহর রাস্তায় (যুদ্ধে) বের হও, তখন তোমরা মাটি জড়িয়ে ধর? তবে কি তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী আখেরাতের তুলনায় একেবারেই নগণ্য’ (সূরা আত-তাওবা: ৩৮)। ৬ ডিসেম্বর শুক্রবার সকালে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নে এক শিক্ষা সফরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট ব্যাংকার নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির। তিনি আরো বলেন এই পৃথিবীর আয়োজন খুবই সংকীর্ণ, তিনিই সর্বাপেক্ষা বুদ্ধিমান যিনি দুনিয়ায় থেকে আখেরাতের কামাই করে নিলো।
সদর উত্তর থানার সংগ্রামী আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত শিক্ষা সফরে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানার কর্মপরিষদের অন্যতম সদস্য ও সহকারি সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন এবং মোস্তফা মাইনুল হক তারেক।
অনুষ্ঠানে উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য গাজী আবু সাঈদ, আলহাজ্ব মোঃ ইব্রাহিম, মোঃ তারিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ পাভেল সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।