মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীসহ সকল নারগরিকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মুড়াপাড়া কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, আজ মানবাধিকার দিবস। গত সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন আমলে বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। এখনও আমাদের অনেক নেতাকর্মীর খোঁজ পাইনি।
তিনি বলেন, ১০ ডিসেম্বর উপলক্ষে আমরা বলতে চাই আওয়ামী লীগের মদদদাতা র্যাব, পুলিশ বাহিনী এসকল গুম খুন করেছে। এসকল বাহিনীর ঘটানো ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। হয়ত আমাদের ভাইদের এখনও কোথাও গুম করে রাখা হয়েছে। আমরা তাদের বিচার চাই।
তিনি আরও বলেন, বিএনপির বাইরেও যারা সত্য কথা বলত ওরা তাদেরও গুম করত। আমরা তাদেরও বিচার চাই এবং এসকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।