বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভারতের সাথে বন্ধুত্বের হাত চাই, প্রভুত্বের নয়: আজিজুল ইসলাম রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৭, ১০ ডিসেম্বর ২০২৪

ভারতের সাথে বন্ধুত্বের হাত চাই, প্রভুত্বের নয়: আজিজুল ইসলাম রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, ভারতের সাথে বন্ধুত্বের হাত চাই, প্রভুত্বের নয়। আমরা চাই ভারত যেন বাংলাদেশ সম্পর্কে তাদের যে ধারণা এবং দৃষ্টিভঙ্গি তা পরিবর্তন করে। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ সম্পর্কে থাকতে চাই, যা হবে একটি ন্যায্যতার ভিত্তিতে। 

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা-আগরতলা লংমার্চকে সামনে রেখে লংমার্চে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের অংশগ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের "হিন্দু সংঘর্ষ সমিতি"র একদল উশৃংখল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটে, পাশাপাশি তারা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং হাইকমিশনের সম্পদ বিনষ্ট করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ইন্ডিয়ান দূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে। তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ঢাকা-আগরতলা লংমার্চ করবে সংগঠনগুলো। 

রাজীব বলেন, বাংলাদেশের ব্যাপারে ভারতের আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে হবে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারী সরকারকে ভারত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একচ্ছত্রভাবে সহযোগিতা করে গিয়েছে। জনগণ এর পরিবর্তন চায়। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জনগণের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করে বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিন। 

লংমার্চের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, সোমবার আমরা ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল একসাথে বসে, আমরা কিভাবে লংমার্চকে স্বাগত জানাবো এবং অংশগ্রহণ করব তার সিদ্ধান্ত নিয়েছি এবং লংমার্চের সফলতা কামনা করছি।