বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা কাঁচপুর, ভুলতা গাউছিয়ায় অবস্থানে থাকবো : রফিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৫, ১০ ডিসেম্বর ২০২৪

আমরা কাঁচপুর, ভুলতা গাউছিয়ায় অবস্থানে থাকবো : রফিক

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক বলেছেন, আমাদের নেতাকর্মীরা কাঁচপুরে এবং ভুলতা গাউছিয়ায় ব্যাপকভাবে অবস্থান করবে। আমাদের নেতাকর্মীরা আমিসহ বহরেও থাকবো। স্থানীয় মানুষজনের মধ্যেও লংমার্চে অংশগ্রহণের ব্যাপক উৎসাহ দেখতে পেয়েছি আমরা। আশা করছি লংমার্চ নারায়ণগঞ্জের মানুষের মাঝেও ব্যাপক সাড়া ফেলবে।

লংমার্চকে ঘিরে প্রস্তুতির বিষয়ে একথা বলেন তিনি।

১১ ডিসেম্বর (বুধবার) ‌‘ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির পালন করবে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

বুধবার ‌রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে সকাল ৮টায় শুরু হবে এই লংমার্চ কর্মসূচি। পথিমধ্যে সকাল ৮ টা ১০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট পার করবে লংমার্চেগামী নেতাকর্মীরা। এসময় এসব পয়েন্টে লংমার্চকে স্বাগত জানিয়ে অংশ নেবে নেতাকর্মী ও স্থানীয় জনগন।

ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।