বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নেতাকর্মীদের ঢল পেরিয়ে এগিয়ে গেল লংমার্চ  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৭, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:১২, ১১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে নেতাকর্মীদের ঢল পেরিয়ে এগিয়ে গেল লংমার্চ  

লংমার্চ

নারায়গঞ্জে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও মিছিলে স্লোগানে লংমার্চকে স্বাগত জানিয়েছেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ঢল পেরিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করে এগিয়ে যায় লংমার্চ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়। এরপর সাড়ে ৯ টায় এটি নারায়ণগঞ্জে প্রবেশ করে।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে নেতাকর্মীরা আগেই জড়ো হয়ে ছিলেন লংমার্চকে স্বাগত জানাতে। পরে নেতাকর্মীদের ঢল উপেক্ষা করে সাইনবোর্ড থেকে চিটাগাং রোড হয়ে কাঁচপুরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে থমকে দাঁড়ায় লংমার্চ। সেখানে একটি অস্থায়ী মঞ্চ থাকলে গাড়ি থেকে হাত মাইকে নেতাকর্মীদের কথা বলে উৎসাহ দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। 

এরপর তারাব বিশ্বরোড হয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পার হয় লংমার্চ। সকাল সাড়ে ১০ টায় রূপগঞ্জ পার হবার সময় প্রতিটি মোড়ে মোড়ে হাজারো নেতাকর্মী লংমার্চকে স্বাগত জানান। 

সকাল ১১ টার দিকে লংমার্চ আড়াইহাজার উপজেলায় অতিক্রম করে। সেখান থেকে পাঁচরুখীতে নেতাকর্মীদের সমাগম অতিক্রম করে নারায়ণগঞ্জ পার হয় লংমার্চটি। 

জানা যায়, এরপর নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে।