বিএনপির নেতা রুহুল আমিন শিকদার
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা রুহুল আমিন শিকদার বলেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই দল করি। আগামী ১৬ ডিসেম্বর সবচেয়ে বড় মিছিল রিয়াদ চৌধুরী ও শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ১৬ ডিসেম্বর উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কোর্টে এক সম্পাদক আমাকে বলল এই পাগলকে দলে নিলেন কেন। অনেক সাংবাদিকও আমাকে এ প্রশ্ন করেছিল। আমি বলতে চাই ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক যে বক্তব্য রেখেছেন আমরা চাইলেই জাতীয় মিডিয়ার এর প্রতিবাদ করতে পারতাম। শুধু দলের দিকে তাকিয়ে আমরা এগুলো করিনি।
তিনি আরো বলেন, আপনি সিনিয়র মানুষ। দলের নিপীড়িত নির্যাতিত নেতাদের নিয়ে কটুক্তি করবেন না। দীর্ঘদিন হামলা মামলা আমরা সহ্য করেছি। আমাদের নিয়ে কটুক্তি আপনার মুখে শোভা পায় না।