বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই  : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ১৩ ডিসেম্বর ২০২৪

আমরা ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই  : মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। এটাই আমাদের চূড়ান্ত উদ্দেশ্য।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে।কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২০নং ওয়ার্ডের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম,  ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রোমান প্রধান প্রমুখ।