ফাইল ছবি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামী ১৭ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় যুব কনভেনশনে নতুন বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিতে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম কাওছার বাঙালি শুক্রবার (১৩ ডিসেম্বর) ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এইচ এম কাওছার বাঙালি তার বক্তব্যে বলেন, “১৭ জানুয়ারির কনভেনশন হবে একটি ঐতিহাসিক মিলনমেলা। লক্ষাধিক যুবকের উপস্থিতি নিশ্চিত করতে আজ থেকেই মাঠে নামতে হবে। যুবকদের মধ্যে গণজোয়ার সৃষ্টি করে দাওয়াত পৌঁছে দিতে হবে ফতুল্লার প্রতিটি এলাকায়।”
নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ যুব আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, “আনুগত্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আনুগত্যের মাধ্যমেই বড় পরিবর্তন এসেছে। তাই প্রত্যেক কর্মীকে সর্বোচ্চ আনুগত্যের উদাহরণ তৈরি করতে হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিভিন্ন সরকারি সেক্টরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন এই ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সভাপতি বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল ঢালী।
এতে আরও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নের সভাপতি হুসাইন মুহাম্মাদ মুন্না, কাশীপুর ইউনিয়ন সভাপতি আমির হোসেন, এনায়েতনগর ইউনিয়নের সহ-সভাপতি রাসেল আহমেদ এবং ফতুল্লা ইউনিয়ন সভাপতি সম্রাট হোসেনসহ ফতুল্লা থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।