র্যালী ও পথসভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির বিশাল র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।