ফাইল ছবি
খেলাফত মজলিস এর কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল মামুন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, রাজনৈতিক দলকে খোঁচা দিয়ে কথা বলবেন না। রাজনৈতিক দলের সাথে সংঘাতে জড়াবেন না, যদি রাজনৈতিক দলগুলি আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ফ্যাসিবাদী সরকার পুনরায় ঢোকার সুযোগ পেয়ে যেতে পারে।
সোমবার (১৬ই ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে বিজয় র্যালিতে এবিএম সিরাজুল মামুন এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মামুন আরো বলেন, সংস্কারের কথা বলে ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না। দ্রুত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে মানুষের সাম্যের কথা অধিকারের কথা বলা হয়েছিল কিন্তু আমরা সে স্বাধীনতা উপভোগ করতে পারিনি। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছিলেন তাদের দুর্নীতি এবং লুটপাটের কারণে ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা যায়। হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করেছিল।
তারপরে তারা নিয়ে আসলো একদলীয় শাসন কায়েম করলো বাকশাল মুখে গণতন্ত্রের কথা বলে তারা এক দলীয় শাসন এনে জনগণের আশা আকাঙ্ক্ষাকে রুদ্ধ করে দিয়েছিলো।
সিরাজুল মামুন বলেন, সাম্যের কথা বলা হয়েছিল কিন্তু আজকে ৮৫ শতাংশ দেশের সম্পদ ভোগ করে মাত্র পাঁচ শতাংশ মানুষ। বাংলাদেশের মানুষ বারবার রক্ত দেয় শহীদ হয় কাঙ্খিত মুক্তি আসে না। গরিব মেহনতি মজদুর মানুষ তাদের অবস্থার কোন পরিবর্তন আসে না।
তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় এবং সুবিচার ছাড়া দেশে দেশের প্রকৃত স্বাধীনতা আসতে পারে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইলিয়াস আহমদ, মুফতি শেখ সাব্বির আহমেদ, হাফেজ আওলাদ হোসেন, শাহানেওয়াজ, শরিফ প্রমুখ।