নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোন ষড়যন্ত্র রয়েছে কীনা। যদি এমন কোন ষড়যন্ত্র থেকে থাকে তাহলে আপনি শুধু একবার এটা বলবেন। এমন কোন শক্তি নেই যা বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে তাদের ঠেকাতে পারে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতপর রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ৩১ দফা এ জাতির প্রানের দাবী। এই কর্মশালার মাধ্যমে তারেক রহমান আমাদের উজ্জীবিত করছেন আমরা যেন এটা জনগণের মাঝে পৌঁছে দেই। আমাদের কাজ হবে প্রতিটি ইউনিয়ন ও থানায় মানুষের কাছে এটা পৌঁছে দেয়া এবং এর পক্ষে জনসমর্থন তৈরি করা।
তিনি আরও বলেন, আপনি দেশে ফেরার ব্যাপারে আমাদের চেয়েও উদগ্রীব এটা আমরা জানি। তবুও আমাদের প্রতীক্ষার প্রহর কাটছে না। এটা আমাদের ব্যাথিত করছে। আমাদের জানার বড় ইচ্ছা। আপনার জনপ্রিয়তায় আজ অনেকে ঈষান্বিত। আপনি দেশে আসলে যে গণজোয়ার তৈরি হবে সেটা নিয়ে তারা ঈর্ষান্বিত।