নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা এ কর্মশালার মাধ্যমে আমাদের ৩১ দফা সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আমাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় এই প্রশিক্ষণের সুফল ছড়িয়ে দেব।
বুধবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা মহানগর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। নারায়ণগঞ্জ মহানগরে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে নারায়ণগঞ্জকে যেন সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে পারি এ আশাই আমি ব্যাক্ত করছি।