বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, স্বাধীনতা কথা আসলেই শহীদ জিয়াউর রহমানের কথা মনে পরে। তিনি স্বাধীনতা ঘোষনা না দিলে আজও এদেশ স্বাধীন হতো না। আওয়ামীলীগের শাসন আমলে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার উপর কম জোর জুলুম করেনি। শত জোর জুলুমের পরও আমাদের নেত্রী আমাদের ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপিতে কোন সন্ত্রাসী স্থান হবে না। বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী। বিএনপি উন্নয়নে বিশ্বাস। আমরা বিএনপি লোক বিএনপিতেই আমরা থাকব।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে কাজীপাড়া এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আওয়ামীলীগের উদ্দেশ্য আরো বলেন, ১৬ বছর ষড়যন্ত্র করেছেন। আর ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে আর কোন ছাড় পাবেন না। এই আওয়ামীগ দীর্ঘ ১৬ বছর মুক্তিযুদ্ধাদের বিক্রি করে লুটপাট করে খেয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডাঃ মো: আবুল হোসেন বাবুল এর সভাপতিত্বে ও ধামগড় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমির হামজা সঞ্চালনায় পু্ুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা বিএনপি সভাপতি এড: বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপি নেতা এনায়েত হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বন্দর থানা বিএনপি নেতা নূরজ্জামান মোল্লা ও বন্দর উপজেলা যুবদল নেতা ইব্রাহিম খলিল ও ধামগড় ইউনিয়ন মহিলা দলের নেত্রী মুন্নী আক্তার প্রমুখ। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল, গোলবক্স রাসেল, দ্বীনইসলাম, আক্তার মেম্বার, বাহাউদ্দীন, ফুয়াদ প্রধান, মঞ্জুরুল হক ভূইয়া, আরিফ হোসেন, ইসলাম, দেলোয়ার খন্দকার, বাদল দেওয়ান, করিম মোল্লা, তাওলাদ হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মহসিন প্রধান ও ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, সিনিয়র সহ সভাপতি হানিফ,বিএনপি নেতা আলী আকবর প্রমুখ।