শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চোরে চোরে এক হালি চোরে বিয়ে করে আরেক চোরের শালী : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৬, ২০ ডিসেম্বর ২০২৪

চোরে চোরে এক হালি চোরে বিয়ে করে আরেক চোরের শালী : মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ আওয়ামী লীগের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরের শালী"।

২০ ডিসেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং ওয়ার্ড এর সভাপতি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হতে পারে না।

তিনি বলেন, দীর্ঘ ৫৩ বছর পর্যন্ত এরা সিন্ডিকেট করে দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। এক চোর চুরি করে, আর এক চোরকে সুযোগ করে দিয়েছে। তাদের বক্তব্য এমন এতদিন আমরা করেছি, এখন তোরা কর । এই চোর ও ডাকাতদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। ৫ আগস্টের পরে যারা দখলদারিত্ব করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম ও অবিচার করেছে তাদেরকে ক্ষমতায় দেখতে চাইনা, জনগণও তাদেরকে ক্ষমতায় নিবে না।

প্রধান বক্তা মাওলানা শামসুল আলম বলেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বারবার আন্দোলন সংগ্রাম করলে ভাগ্যের পরিবর্তন হবে না

এসময় আরো উপস্থিত ছিলেন, মুহা. বিল্লাল হোসেন,  ইসমাইল, হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক,  আলহাজ্ব সিরাজ মোল্লা, মাও. নাসির উদ্দিন, মাও. শামসুজ্জামান, খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান বক্তা মাওলানা শামসুল আলম বলেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বারবার আন্দোলন সংগ্রাম করলে ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে।